আবরার ফাহাদের স্মরণে রাজধানীর পলাশী মোড়ে ফের উদ্বোধন হচ্ছে ‘আগ্রাসনবিরোধী স্মৃতিস্তম্ভ’। মঙ্গলবার (৭ অক্টোরবর) বিকেলে স্মৃতিস্তম্ভটির উদ্বেধন করা হবে। আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে স্তম্ভটি নির্মাণ করে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন। সংগঠনটির আহ্বায়ক ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও বর্তমান জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়াও তৎকালীন ছাত্র অধিকার পরিষদের অনেক নেতা এবং বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ কয়েকজন এই উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন। স্মৃতিস্তম্ভে আবরার ফাহাদের মৃত্যুকে স্মরণ করে ‘ভারতের আধিপত্যবাদের’ বিরুদ্ধে আটটি স্তম্ভ নির্মাণ করা হয়। স্মৃতিস্তম্ভের ফলকে লেখা ছিল ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেসবুক প্রোফাইলে এই উক্তি ব্যবহার করেছিলেন। এ ছাড়া আট স্তম্ভের বিষয়গুলো হলো—সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর...