এখন থেকে চ্যাটজিপিটি অ্যাপেই স্পটিফাই, ক্যানভা ও অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সোমবার ‘ডেভডে’ ইভেন্টে নতুন এ ফিচারটির ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এমনটি কোম্পানির নতুন ‘অ্যাপস এসডিকে’র মাধ্যমে সম্ভব হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। চ্যাটজিপিটি কিছু নির্দিষ্ট অ্যাপের সঙ্গে মিলে কাজ করছে এবং ভবিষ্যতে এতে আরও অ্যাপ যোগ হবে। পাশাপাশি নতুন এক নিয়মও তৈরি করছে ওপেনএআই, যেখানে নিজেদের তৈরি অ্যাপ চ্যাটজিপিটিতে যোগ করে আয়ের সুযোগ পাবেন ডেভেলপাররা। চ্যাটজিপিটি ব্যবহারকারী হিসেবে এখন থার্ড পার্টির এসব অ্যাপ ব্যবহার করা যাবে। এক্ষেত্রে কেবল সেই অ্যাপটির নাম চ্যাটজিপিটির সঙ্গে আলাপের সময় উল্লেখ করলেই চলবে। যেমন– কেউ যদি চ্যাটজিপিটিকে বলেন, ‘স্পটিফাই আমার এ শুক্রবারের পার্টির জন্য একটি প্লেলিস্ট তৈরি কর’, তাহলে স্পটিফাই-এর সাহায্যে ব্যবহারকারীর জন্য একটি প্লেলিস্ট সাজানোর কাজ শুরু করবে চ্যাটজিপিটি। এক্ষেত্রে...