লোভনীয় পুরস্কার বা জরুরি সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে পাঠানো ভুয়া লিংক ফিশিং—এখন আগের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইমেইল বা সামাজিক পোস্টের মাধ্যমে পরিচিত কারো অ্যাকাউন্ট থেকেও এই ধরনের লিংক ছড়ানো হয়; ফলে অনেকেই সহজেই বিভ্রান্ত হয়ে পড়ছেন। ফিশিং আট্যাক এড়াতে তথ্যভিত্তিক প্রয়োজনীয় নির্দেশনা এবং সতর্কতা নিচে তুলে ধরা হলো। ফিশিং হলো এমন এক প্রতারণা যেখানে প্রতারকরা নকল বার্তা, ইমেইল বা ওয়েবসাইট ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড, ব্যাংক-ডিটেইল, ক্রেডিট কার্ড নম্বর বা অন্যান্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। কখনো কখনো তারা ম্যালওয়্যার ইন্সটল করে ডিভাইসের নিয়ন্ত্রণও নিতে পারে। ফলে কেবল আর্থিক ক্ষতি নয়, পেশাগত নথি ও সামাজিক পরিচিতদেরকেও ঝুঁকিতে ফেলা যায়। •অজ্ঞাত ডোমেইন বা অদ্ভুত ইউআরএল: কোন প্রতিষ্ঠানের নামে দেখালেও ডোমেইন নাম আলাদা বা বানানে...