বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে দেশ ছাড়তে বাধ্য হন। এর আগে সেনাসমর্থিত ওয়ান ইলেভেনের বিতর্কিত সরকারের রোষানলে পড়েন তিনি। তাকে গ্রেফতার করে জেলখানায় অমানবিক নির্যাতন করা হয়। প্রায় দেড় যুগ পরে সেই সরকারের নিয়ে তারেক রহমানের মূল্যায়ন জানতে চেয়েছিল বিবিসি বাংলা। একটু পিছনে তাকাতে চাই বিবিসি বাংলার এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ভাই আমরা তো সামনে যেতে চাই। আপনি পেছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে। মানে পেছন থেকেই তো শিক্ষা নিয়ে সামনে এগোতে হয়। তো পেছনের একটা বিষয়, সেটা হচ্ছে, এক এগারোর সরকার বা সেনা সমর্থিত সরকারের সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে। সে সময়টাকে ঘিরে আপনার মূল্যায়নটা কী? আরও পড়ুনআরও পড়ুনসামাজিক মাধ্যমে মিম, কার্টুন এনজয় করেন তারেক রহমান উত্তরে তারেক রহমান বলেন, এক বাক্যে বা...