ঢাকা: এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী। মঙ্গলবার (৭ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের এ সম্মানে ভূষিত করেছে।পদার্থ বিজ্ঞানে সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন আর্থুর আসকিন, যিনি ২০১৮ সালে ৯৬ বছর বয়সে এই সম্মান লাভ করেন। অপরদিকে, ১৯১৫ সালে মাত্র ২৫ বছর বয়সে পদার্থ বিজ্ঞানে নোবেল অর্জন করে রেকর্ড গড়েন লরেন্স ব্রেগ; এরপর থেকে তার চেয়ে কম বয়সে আর কেউ পদার্থ বিজ্ঞানে নোবেল পাননি। জন বার্ডিন একমাত্র ব্যক্তি যিনি পদার্থ বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন।গত বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী জন জে হোপফিল্ড এবং জিওফ্রি ই. হিন্টন, যারা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কার ও উদ্ভাবনের জন্য পুরস্কৃত হন।২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছিলেন আমেরিকার পিয়ের অগস্টিনি,...