রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অর্থ প্রদানসহ একাধিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল মনোনীত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে শাখা ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট।' লিখিত অভিযোগে বলা হয়, ছাত্রদলের বিরুদ্ধে ভোটারদের সরাসরি অর্থ প্রদানের অভিযোগ পাওয়া গেছে, যা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে বিবেচিত।গত ১৮ সেপ্টেম্বর আরবী বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা প্রদান করেছেন। এছাড়া নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যা কমিশনের ঘোষিত নিয়মাবলীর সুস্পষ্ট লঙ্ঘন। এতে আরও বলা হয় ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে এবং আচরণবিধির পরিপন্থী। গত ১৫ সেপ্টেম্বর জিএস...