ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশেনস জাহাজটি বুধবার (৮ অক্টোবর) ভোর নাগাদ ‘রেড জোন’ তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারে। ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন কনশেনস জাহাজে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। শহিদুল আলম লেখেন, ‘আমরা বর্তমানে কনশেনস নামের জাহাজে রয়েছি, যা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর একটি অংশ। এর আগে ‘সুমুদ ফ্লোটিলা’ যা এফএফসি’রই একটি উদ্যোগ ছিল, তাদের সব জাহাজই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। তবুও আমরা এগিয়ে চলেছি। কনশেনস জাহাজের সদস্যদের অধিকাংশই সাংবাদিক ও চিকিৎসক—এই দুটি পেশাজীবী গোষ্ঠীকে ইসরায়েল বিশেষভাবে টার্গেট করে আসছে। ইতিহাসে নজিরবিহীন হারে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের হত্যার মাধ্যমে ইসরায়েল এই দুই গোষ্ঠীকে আঘাত করেছে। এই যাত্রা সেই দুই পেশাজীবী গোষ্ঠীর পক্ষ থেকে একটি প্রতিবাদ—যা ইসরায়েলের বেআইনি টার্গেট করে হত্যা ও গাজা অবরোধের অবৈধতাকে চ্যালেঞ্জ জানায়।...