নিজেদের প্রথম ম্যাচে বোলাররা জিতিয়েছিল ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার মত দলকে মাত্র ৬৯ রানে অলআউট করে দিয়েছিল ইংলিশ বোলাররা। জবাবে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড নারী ক্রিকেট দল। গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতে তাই বোলারদের ওপরই আস্থা রাখলেন ইংলিশ অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ দলকে। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের অসাধারণ এক জয় নিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। সুতরাং, ইংল্যান্ডের সামনে আজ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট বলেন, ‘আমরা আগের ম্যাচের পর বিশ্রাম নিয়েছি এবং স্বাভাবিকভাবে প্রস্তুতি নিয়েছি। দল অপরিবর্তিত থাকবে।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে ১০ উইকেটের জয় পাওয়া দলটি আজ কোনো পরিবর্তন আনা হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জানান,...