নামাজে কেরাত অর্থাৎ কোরআন থেকে কিছু আয়াত পড়া ফরজ। আল্লাহ নামাজে কোরআন পড়ার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়। (সুরা মুজ্জাম্মিল: ২০) নামাজে প্রতি রাকাতে কেরাত তিলাওয়াত ফরজ। সুরা ফাতেহা পড়া ও সুরা মেলানো ওয়াজিব। সামর্থ্য থাকার পরও কেউ যদি কোনো রাকাতে কুরআন থেকে কিছুই না তিলাওয়াত করে, তাহলে ওই রাকাতটি পূর্ণ হবে না। ভুল করে সুরা ফাতেহা বা ফাতেহা-পরবর্তী কেরাত না পড়লে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা না দিলে নামাজ আবার পড়া ওয়াজিব হবে। যে ব্যক্তি তিলাওয়াতে অর্থ বিকৃত হয়ে যায় এমন গুরুতর ভুল করে, তার জন্য তিলাওয়াত শুদ্ধ করা ওয়াজিব। শিখতে অক্ষম হলে বা শেখার চেষ্টা করছে এমন হলে সর্বোচ্চ চেষ্টার পর যতটুকু শুদ্ধ তিলাওয়াত সে করতে পারে ওই তিলাওয়াতেই তার নিজের...