ঢাকা:জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও এয়োদশ জাতীয় নির্বাচন একই দিনে করতে হবে। অন্যথায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মঙ্গলবার (০৭ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে এমন পরামর্শ দিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক ও ফেমার সভাপতি মুনিরা খান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আলোচনা হচ্ছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করতে পারেন। আলাদা করলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অনেকেই আলাদা চাইতে পারে। কিন্তু আপনারা চেষ্টা করেন একইসঙ্গে দুইটা নির্বাচন করতে। মুনিরা খান আরও বলেন, নির্বাচন কমিশনকে কারিশমা দিয়ে, ট্রান্সপারেন্সি দিয়ে, কার্যক্রম দিয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন করতে হবে। এ নির্বাচন আপনাদের (ইসি) ওপর নির্ভর করছে। কারণ আপনারা দায়বদ্ধ। তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো, ভোটারদের সদিচ্ছা না থাকে, সবার সদিচ্ছা ছাড়া নির্বাচন কমিশন কাজ করতে পারে না। যদি...