নাগা বলেন, ‘আমরা ইনস্টাগ্রামে যোগাযোগ করি। ভাবতেও পারিনি, আমার সঙ্গীকে আমি সেখানে খুঁজে পাব। আমি তার কাজের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিলাম। একদিন আমি যখন তার ক্লাউড কিচেন নিয়ে পোস্ট করেছিলাম, সে তাতে একটি ইমোজি দিয়ে কমেন্ট করে। সেখান থেকেই আমাদের কথাবার্তা শুরু হয়, আর তার কিছুদিনের মধ্যেই আমাদের দেখা হয়’।এরপর নাগা শোবিতাকে তার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হিসেবে বর্ণনা করেন।এই সাক্ষাৎকারের একটি মজার র্যাপিড ফায়ার পর্বে তাকে জিজ্ঞাসা করা হয়, কোন জিনিস ছাড়া তিনি বাঁচতে পারবেন না? বিন্দুমাত্র দেরি না করে তিনি উত্তর দেন, ‘আমার স্ত্রী শোবিতা।’একই সময় নাগা চৈতন্য আরও মজার এক ঘটনার কথা স্মরণ করেছেন তার স্ত্রীকে ঘিরে। তিনি জানান, তার ‘থ্যান্ডেল’ ছবির একটি গান ‘বুজ্জি ঠাল্লি’ নিয়ে স্ত্রী তার উপর রেগে গিয়েছিলেন। ঘটনাটি বর্ণনা করতে...