আগামী ১৪ নভেম্বর রাজধানীতে বসছে ধামাকা কনসার্ট! যে কনসার্টে গাইবেন দুই দেশের দুই কিংবদন্তী শিল্পী! একজন বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস, এবং অন্যজন পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড ‘জুনুন’ এর আলী আজমত। বাংলাদেশে কনসার্টটির আয়োজন করছে অ্যাসেন বাজ। প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়, রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে এই জমকালো কনসার্ট। জেমস এবং আলী আজমত ছাড়াও এই কনসার্টে কি আরো কেউ থাকছেন কিনা, এমন প্রশ্নে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন গ্রুপের সাজ্জাদ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, নগরবাউল জেমস এবং আলী আজমত দুজন সিনিয়র আর্টিস্ট, তাদের কনফার্ম করা হয়েছে। হয়তো পরবর্তীতে লাইন আপে আরো কেউ কেউ যুক্ত হতে পারেন। তবে সেটা নিশ্চিত হলেই আমরা ঘোষণা করবো। সাজ্জাদ বলেন, “আরেকটি বিষয়, ব্যান্ড জুনুন কিন্তু আসছে না, এই দলের প্রধান ভোকাল আলী আজমত- তিনি আসছেন সলো...