‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)।মঙ্গলবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে অনুষ্ঠিত এ সেমিনারে রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ, ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকসুর ভিপি সাদিক কায়েম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুর রব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ।আবরার ফাইয়াজ বলেন, বেশ কয়েক বছর পার হলেও এখনো আমার ভাই আবরার ফাহাদের হত্যার বিচার হয়নি। আমরা বিচার চাই। আবরার কোনো দলের প্রতিনিধি ছিলেন না- তিনি ছিলেন বাংলাদেশের সন্তান।ঢাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনের বীজ বপন করেছিলেন শহীদ আবরার ফাহাদ। সে সময় শিবির সন্দেহে শিক্ষার্থীদের পিটিয়ে হত্যা করা হতো, কিন্তু...