বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ক্রয়, প্রশিক্ষণ ও আনুষঙ্গিক খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, চুক্তিটি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়নের আশা করা হচ্ছে। এটি সরাসরি ক্রয় বা সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে সম্পন্ন হতে পারে। জানা গেছে, যুদ্ধবিমানের মূল্য ২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরের মধ্যে পরিশোধ করা হবে। প্রতিটি ফাইটার জেটের সম্ভাব্য মূল্য ৬ কোটি ডলার, অর্থাৎ ২০টি বিমানের জন্য ১২০ কোটি ডলার, যা প্রায় ১৪ হাজার ৭৬০ কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হবে প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবহন ও অন্যান্য খরচ বাবদ আরো ৮২ কোটি ডলার বা ১০ হাজার ৮৬ কোটি টাকা।...