নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা থাকায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আজ (৭ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সংশোধিত আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে কেউ সংসদ সদস্য (এমপি) হওয়ার বা থাকা যাবে না। সোমবার (৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ বা এমপি হওয়া বা থাকা থেকে অযোগ্য হবে। সেই সঙ্গে স্থানীয় সরকার, কমিশনার, মেয়র, প্রশাসক, সিটি কর্পোরেশন পদ, সরকারি চাকরি বা অন্য কোনো সরকারি পদে নিয়োগ নেওয়ার অধিকারও থাকবে না।...