জার্সি পেয়ে খুশি প্রকাশ করে ক্যান্টিনে কর্মরত স্টাফ মাসুদ বলেন, এর আগে কেউ আমাদের জন্য এভাবে ভাবেনি। আমাদের সুবিধায় এমন ব্যতিক্রমীধর্মী উদ্যোগের জন্য ছাত্রদলের ভাইদের ধন্যবাদ জানাই। জার্সি পেয়ে আমরা খুবই খুশি। মনে হচ্ছে আমরাও এই বিশ্ববিদ্যালয়ের অংশ।জার্সি বিতরণ অনুষ্ঠানে শাহরিয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করতে ক্যান্টিন স্টাফরা নিরলস পরিশ্রম করেন। তাদের এই অবদানের প্রতি সম্মান জানাতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি চাই, তারা যেন নিজেদেরও এই ক্যাম্পাসের অবিচ্ছেদ্য অংশ মনে করেন।এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ডসদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ক্যান্টিন স্টাফরা দিনের পর দিন আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় এই উপহার।এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়,...