ছক্কা হাঁকানো বা পাওয়ার হিটিং—বাংলাদেশের ক্রিকেট বহুল প্রচলিত একটি শব্দ। আগের চেয়ে টাইগার ক্রিকেটাররা এখানে বেশ উন্নতি করেছেন। টি-টোয়েন্টিতে ছক্কাবাজির তালিকায় শত ছক্কা ছাড়িয়ে গেছেন। নিজেরা আছেন দুই নম্বরে। কুড়ি কুড়ির ক্রিকেটে এ বছর অন্তত ১০০টি ছক্কা মেরেছে পাঁচ দল। পঞ্চম স্থানে থাকা ইংলিশরা ১২ ম্যাচ খেলে হাঁকিয়েছেন ১০০ ছয়। ১১ ম্যাচে ১১১ ছয় হাকিয়ে চারে অস্ট্রেলিয়া। ৩ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচ খেলেই হাঁকিয়েছে ১৪৮টি। শীর্ষ দুইয়ে থাকা বাংলাদেশ ২৪ ম্যাচে বল উড়িয়ে সীমানাছাড়া করেছে ১৭১ বার। তালিকায় ১ নম্বরে থাকা পাকিস্তান ২৬ ম্যাচে হাঁকিয়েছে ১৯০। সাত নম্বরে ভারত। ১২ ম্যাচে তাদের ছক্কা ৯৪। সংক্ষিপ্ত এই ফরম্যাটে টাইগাররা ছক্কা হাঁকানোতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ। এ বছর এরই মধ্যে...