উত্তর:আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে, মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টি ফেরেশতারা পুরুষও নয়, আবার নারীও নয়। তারা লিঙ্গ নিরপেক্ষ সৃষ্টি। যেমন, বিশিষ্ট তাবেয়ী সাঈদ ইবনুল মুসাইয়াব রহ বলেন, ফেরেশতারা, পুরুষও নয়, নারীও নয়। তারা পানাহার করে না। তারা বিবাহ-শাদী করে না। তার সন্তান জন্ম দেয় না। (ফাতহুল বারী ৬/৩০৬) ইবনু হাজার আসকালানী রহ. বলেন, নিশ্চয় ফেরেশতারা, পুরুষও নয়, নারীও নয়। (ফাতহুল বারী ৮/২৯৮) মোল্লা আলী কারী রহ. বলেন, ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা। আল্লাহর প্রতিটি নির্দেশ তারা মান্য করে। তারা নিষ্পাপ। তারা আল্লাহর অবাধ্য হয় না। নারী ও পুরুষের বৈশিষ্ট্য থেকে মুক্ত। ফেরেশতাদের নারী হওয়ার দাবী আল্লাহ তাআলা কুরআন মজিদে প্রত্যাখ্যান করে দিয়েছেন। আল্লাহ বলেন, ‘আর তারা গণ্য করেছে রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? তাদের সাক্ষ্য...