প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে মেক্সিকো। মহাকাশ গবেষণার ক্ষেত্রে প্রধান খেলোয়াড়দের নাম বলতে শুরুতেই উঠে আসে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কথা। ১৯৫০-এর দশকে মহাকাশে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল রাশিয়া ও আমেরিকা। সে তুলনায় মেক্সিকোর মহাকাশ সংস্থা ‘এইএম’ প্রতিষ্ঠিত হয়েছে ২০১০ সালে এবং ২০১৩ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে সংস্থাটি। ‘এইএম’-এর সঙ্গে কাজ করে জাতিসংঘের মহাকাশবিষয়ক অফিস। তারা বলেছে, এ প্রোগ্রামের লক্ষ্য হল ‘মেক্সিকোকে এমন একটি দেশ হিসেবে গড়ে তোলা, যেখানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন এমন পর্যায়ে পৌঁছাবে, যার মাধ্যমে দেশটি আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতা করতে পারবে’। সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর মহাকাশ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার। ২০২৪ সালে নাসার সঙ্গে মিলে মেক্সিকান মহাকাশ প্রযুক্তি পরীক্ষা করেছে এইএম। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের সহযোগিতায়...