০৭ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম ‘স্থানীয় ও বৈশ্বিক কর্মকাণ্ডের চালিকাশক্তি বয়স্ক ব্যক্তিরা: আমাদের আকাঙ্ক্ষা, আমাদের মঙ্গল, আমাদের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাশ এবং যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. সাইদুল হাসান। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং জাতির গর্ব। তাদের জীবনের অভিজ্ঞতা, শ্রম ও মেধার ফসলই আজকের বাংলাদেশ। প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষায়...