০৭ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে বেড়ে চলেছে তিস্তা নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রায় সবক’টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। বন্যার বিপদসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি। সোমবার সকাল ৬টায় দেশের এতে করে রংপুরের ৫ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আমন ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরবর্তী লোকজন। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেঃমিঃ ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়। স্থানীয়রা জানান, গত দুই দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি ক্রমাগত বেড়ে চলেছে। ইতিমধ্যে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ৩ উপজেলার...