ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী নাসিমুন প্রতি রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাঁকে কামড়ানোর চেষ্টা করেন। অদ্ভুত এই অভিযোগে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষও।ঘটনাটি সামনে আসে সীতাপুরে আয়োজিত ‘সমাধান দিবসের’ অনুষ্ঠানে। এদিন জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ বিদ্যুৎ, রাস্তা বা রেশন কার্ড-সংক্রান্ত সমস্যার সমাধানের আবেদন নিয়ে হাজির হন জেলা প্রশাসকের কাছে। কিন্তু সবার মধ্যে সবচেয়ে অবাক করা অভিযোগ শোনান মেরাজ। তিনি সরাসরি জেলা প্রশাসকের কাছে দাঁড়িয়ে বলেন, ‘স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে রূপ নেয়। সে আমাকে তাড়া করে কামড়ানোর জন্য।’মেরাজ অভিযোগ করেন, একাধিকবার তাঁর স্ত্রী তাঁকে হত্যার চেষ্টা করেছেন। প্রতিবারই তিনি ঘুম থেকে হঠাৎ...