ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলোচনা-সমালোচনা আর বিতর্ক। এশিয়া কাপে পুরুষদের ক্রিকেটে হ্যান্ডশেক নিয়ে বিতর্ক হওয়ার পর এবার নারীদের ক্রিকেটে বিতর্ক উঠেছে রানআউট নিয়ে। পাকিস্তানি ব্যাটার মুনিবা আলীর রানআউটের বিষয়টি নিয়ে অনেক কথা উঠেছে। তবে শেষ পর্যন্ত বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যা দিয়েছে ক্রিকেটের নিয়মপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এমসিসি বলছে মুনিবা আউট ছিল। একই সাথে তারা ব্যাখ্যাও করেছে যে কীভাবে এই ব্যাটরের আউটটি কার্যকর হয়েছে। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের চতুর্থ ওভারে। কলম্বোতে ভারতের দেওয়া ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করছিল পাকিস্তান। চতুর্থ ওভারে ক্রান্তি গৌড়ের একটি বল মুনিবার প্যাডে লাগে। ভারতের খেলোয়াড়রা এলবিডব্লিউ-র জন্য আবেদন করে। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। ঠিক সেই সময়ই মুনিবা ব্যাট দিয়ে ক্রিজ স্পর্শ করে আবার ওপরে তুলে নেন। ওই মুহূর্তে ভারতের দীপ্তি শর্মা থ্রো করে স্টাম্প ভাঙলে...