পার্থিব জীবনে আল্লাহ তায়ালা মানুষকে ইচ্ছাধিকার দিয়েছেন। কেউ চাইলে তাকে মানতে পারে এবং কেউ চাইলে আল্লাহর বিপরীতে অন্য কারো উপাসনা করতে পারে।পৃথিবী মানুষের জন্য পরীক্ষার ক্ষেত্র। এখানে কেউ আল্লাহর আদেশের বিপরীত কিছু করলে তিনি তাকে বাধা প্রদান করেন না। তবে মানুষ যেন সঠিক পথে চলতে পারে তাই তিনি প্রতি যুগে নবী-রাসুল পাঠিয়েছেন। নবীদের মাধ্যমে তাদের সরল-সঠিক পথের সন্ধান দিয়েছে।নবীর আহ্বান শুনার পর প্রত্যেক যুগেই কিছু মানুষ তার কথা মেনে নিয়েছে, আবার কেউ কেউ নবীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আল্লাহ, পরকাল, পরকালের অন্তত জীবনকে অস্বীকার কলে অবিশ্বাসীতে পরিণত হয়েছে।এই মানুষগুলো পুরো জীবন আল্লাহ ও পরকালে অবিশ্বাস করলেও মৃত্যুর সময় এক কঠিন বাস্তবতার মুখোমুখি হবে। তখন তারা আল্লাহর কাছে আবার সুযোগ চাবে, দুনিয়ার জীবনে সময় নষ্ট করার কারণে...