অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতি স্বস্তিতে আছে। তবে দারিদ্র্য বিমোচন নিয়ে চ্যালেঞ্জ আছে। মূল্যস্ফীতি কমেছে। আরও কমলে ভালো হতো। আজ মঙ্গলবার ৭ অক্টোবর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন তিনি। মূল্যস্ফীতি কমিয়ে আনা কষ্ট সাধ্য বলেও একই সঙ্গে মন্তব্য করেন উপদেষ্টা। বড় বড় বিষয়ে নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবে জানিয়ে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে আরও আলোচনা করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পরের কিস্তির অর্থ পেতে সমস্যা হবে...