ভারত-পাকিস্তান ম্যাচ যেন ভবিষ্যতে আর না হয়, এমন আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল অ্যাথারটন। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপের পর এক কলামে তিনি লেখেন, এখন ক্রিকেট আর কূটনীতির মাধ্যম নয়, বরং হয়ে উঠেছে প্রচারণার হাতিয়ার। দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত নিজের কলামে অ্যাথারটন লেখেন, ‘আইসিসির উচিত ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ সূচিতে না রাখা। দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে এসব ম্যাচ আয়োজন যুক্তিসঙ্গত নয়। ’ গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল বিতর্ক। করমর্দন না করা, ট্রফি বিতরণ নিয়ে বিরোধ, এমন নানা ঘটনায় আলোচনায় ছিল ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা। অ্যাথারটন মনে করেন, এই ম্যাচগুলো অর্থনৈতিকভাবে আকর্ষণীয় হলেও ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, ‘ভারত-পাকিস্তান ম্যাচ খুব বিরল হওয়ায় এর অর্থনৈতিক গুরুত্ব অনেক...