খবর টি পড়েছেন :২০৪ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সোমবার বিকেলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরীপ্রত্যাশী ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।গ্রাহক ফোরামের আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দারুল ইসলাম ট্রাস্ট নালিতাবাড়ী সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারী শাহদাত হোসেন বিএসসি, গ্রাহক ফোরামের সদস্য সচিব আব্দুল মোমেন, যুগ্ম আহবায়ক আরিফ রাব্বানী, ব্যবসায়ী আবু সিনা মোহাম্মদ জুবায়ের, প্রভাষক জাকারিয়া মাসুদ আব্দুল্লাহ প্রমুখ।এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে শুধু চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি...