বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় জেনারেটিভ এআই মডেল চ্যাটজিপিটি এবার আরও স্মার্ট ও বহুমুখী হয়ে উঠছে। এখন থেকে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির মাধ্যমেই সরাসরি স্পটিফাই, বুকিং ডটকম, ক্যানভা, এক্সপিডিয়া, ফিগমা, কোর্সেরা ও জিলো-এর মতো জনপ্রিয় অ্যাপের সঙ্গে কাজ করতে পারবেন। সোমবার (৭ অক্টোবর) এক ঘোষণায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জানায়, এই নতুন ইন্টিগ্রেশন ফিচার চালুর পর ব্যবহারকারীরা চ্যাটের ভেতর থেকেই মিউজিক চালানো, হোটেল বা ফ্লাইট বুক করা, এমনকি রিয়েল এস্টেট খোঁজা—সবকিছু করতে পারবেন। ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কোম্পানির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে এই ফিচার উন্মোচন করেন। তিনি জানান, নতুন অ্যাপ এসডিকে চ্যাটজিপিটিকে তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে, যা ব্যবহারকারীদের আরও ইন্টারঅ্যাকটিভ ও ব্যক্তিগত অভিজ্ঞতা দেবে। প্রাথমিকভাবে চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত হয়েছে বুকিং ডটকম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো।...