চা, এই এক কাপ পানীয় ছাড়া দিনের শুরু কল্পনাই করা যায় না। সকালের অফিসে যাওয়ার আগে, বিকেলের আড্ডায় কিংবা রাত জেগে কাজের ফাঁকে, চায়ের উপস্থিতি প্রায় সর্বত্রই। তবে চা শুধু অভ্যাস নয়, এটি হতে পারে তারুণ্য ধরে রাখার এক প্রাকৃতিক উপায়। বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট প্রকারের চায়ে রয়েছে এমন অ্যান্টি-অক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন বের করে দেয়, ত্বক রাখে উজ্জ্বল ও প্রাণবন্ত। ফলে বয়স বাড়লেও মুখে তারুণ্যের ছাপ বজায় থাকে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো—দুধ চা নাকি রং চা তারুণ্য ধরে রাখতে কোনটি বেশি কার্যকর, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট বৈজ্ঞানিক গবেষণালব্ধ ফলাফল পাওয়া যায়নি। নিচে জেনে নিন, কোন কোন চা আপনাকে রাখতে পারে তরুণ ও সতেজ— দেখতে পানির মতো স্বচ্ছ এই চা তৈরি হয় অল্প প্রক্রিয়াকরণে। এতে অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা অত্যন্ত...