ইরনা নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা যায়, গাজা উপত্যকার অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সামুদ ফ্লোটিলার "মারিয়া ক্রিশ্চিয়ান" জাহাজের ক্যাপ্টেন টমাসো বোর্তোলাজ্জি, একজন ইতালীয় কর্মী, ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর কারাগারের ভেতরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুক্তি পেয়ে তুরস্কে প্রবেশের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি ফ্লোটিলার একজন তুর্কি কর্মীর সাথে তার ইসলাম গ্রহণের কথা জানান। ওই তুর্কি কর্মী বর্ণনা করেন, দখলদার বাহিনীর আক্রমণে টমাসো সাহসিকতার সাথে তাদের রক্ষা করেন এবং পরে কারাগারে স্থানান্তরের সময় তাদের মধ্যে ধর্ম নিয়ে আলোচনা হয়। তিনি আবেগঘন কণ্ঠে জানান যে টমাসো কারাগারের ভ্যানের ভেতরেই শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন, যা সকল বন্দীর মধ্যে আনন্দ ও অশ্রুর সৃষ্টি করে। কিন্তু এই ঘটনা দখলদার বাহিনীকে ক্ষুব্ধ করে এবং তারা সাথে...