ঢাকা:গত তিন নির্বাচনের ভোটের দায়িত্বে থাকাদের সবাইকে বাদ না দেওয়ার যুক্তি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ১০ লাখ লোকের মধ্যে বাদ দিতে গেলে, কম্বলই উজাড়। লোম বাছতে গিয়ে কম্বল উজাড়— আমার অবস্থা হয়েছে সে রকম। মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, গত তিনটা নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের নিয়ে সবাই তো সন্দেহ পোষণ করেন। তবে ভালো-খারাপ তো সবখানেই আছে। কিন্তু একদম অনেকে বলছেন, গত তিন নির্বাচনে যারা কাজ করেছেন, তারা যেন ধারে-কাছে না আসতে পারেন। এখন ১০ লাখ লোকের (ভোটের দায়িত্বে নিয়োজিত থাকে সাধারণত) মধ্যে বাদ দিতে গেলে, কম্বলই উজাড়। লোম বাছতে গিয়ে কম্বল উজাড়-আমার অবস্থা হয়েছে সে রকম। ‘সুতরাং তাদের কিছু নিতে...