আসন্ন অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের জন্য ২১ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। দলটির কোচ রিলানি সিলভা সোমবার (৬ অক্টোবর) এই দল ঘোষণা করেন। এবারের বিশ্বকাপটি মরক্কোতে ১৭ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।২৯ ফুটবলার নিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যুব বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে ব্রাজিল। কয়েক সপ্তাহের নিবিড় অনুশীলন ও মূল্যায়নের পর চূড়ান্ত দল ঘোষণা করে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ব্রাজিল।দল ঘোষণার পর কোচ সিলভা বলেন, ‘তালিকাটি খুব চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছিল। আমরা ইচ্ছাকৃতভাবেই বেশি ফুটবলার ডেকেছিলাম যেন কাছ থেকে দেখা যায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বাকি ফুটবলারদের বাদ দেওয়া কঠিন ছিল, বিশেষ করে কিছু পজিশনে যেখানে তিন-চারজন খেলোয়াড় প্রায় একই মানের ছিল। শেষ পর্যন্ত সূক্ষ্ম কিছু বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করি।’বিশ্বকাপে...