প্যারিস মানেই ফ্যাশনের শহর, সৌন্দর্যের রাজধানী। প্রতি বছর এই শহর যেন সেজে ওঠে নতুনভাবে, নতুন রঙে। সপ্তাহজুড়ে চলা আয়োজনের শেষে আলো, রঙ, সুর আর সৃজনশীলতার উৎসব ছড়িয়ে গেল গ্রাঁ পালে ও ল্যুভরের করিডরে। গ্রাঁ পালের জমকালো আয়োজনে প্রদর্শিত হয় শ্যানেল নারী সংগ্রহের স্প্রিং/সমার ২০২৬ মৌসুমের পোশাক। উপস্থিত ছিলেন দুই হাজারের বেশি অতিথি। আর সেই আসর ভরিয়ে তুলেছিলেন হলিউড ও ফ্যাশন দুনিয়ার তারকারা। ব্লাজি তাঁর প্রথম সংগ্রহে নতুন করে পড়েছেন গ্যাব্রিয়েল শ্যানেলের ঐতিহ্য। নিখুঁত কাটিং আর আধুনিক ছোঁয়ায় তিনি ক্লাসিক শ্যানেলকে সাজিয়েছেন নতুন ঢঙে। শো শেষে দর্শকদের দাঁড়িয়ে দেওয়া অভিবাদনই প্রমাণ করেছে, এই অভিষেক ছিল সার্থক ও স্মরণীয়। রেড কারপেটের ঝলমলে উপস্থিতি যাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে, সেই নিকোল কিডম্যান ফিরলেন তাঁর প্রিয় ব্র্যান্ড শ্যানেলে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিডম্যানের পরনে ছিল ওভারসাইজ...