ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পার বিক্রি হবে। ক্লাবটিকে কেনার জন্য বেশ কিছু ক্রেতাও প্রস্তুত। তবে টাকার অংক নিয়ে বনিবনা না হওয়ায় কারো সাথে এখনও কোনো চুক্তি ফাইনাল হয়নি। টটেনহ্যাম ক্লাবকে কেনার পরিকল্পনা নিয়েছিল মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রুকলিন এরিকের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। এরিকের কনসোর্টিয়াম প্রায় ৪.৫ বিলিয়ন পাউন্ড মূল্যের (প্রায় ৭৪ হাজার কোটি টাকা) একটি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গিয়েছিল। তবে গত ২৬ সেপ্টেম্বর ক্লাবের মালিকপক্ষ ইএনআইসি— যা লুইস ফ্যামিলি ট্রাস্ট দ্বারা পরিচালিত— এই আগ্রহপত্রকে ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে। সোমবার লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রকাশিত এক ঘোষণায় নিশ্চিত করা হয়েছে যে, এরিকের কনসোর্টিয়াম এখন টটেনহ্যামের মালিকানা নিতে আর আগ্রহী নয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লুইস ফ্যামিলি ট্রাস্ট, যারা আবারও স্পার্সের সঙ্গে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি পূনরায় জানিয়েছে। খবরটা আসে ঠিক তখনই, যখন...