আমরা অনেকেই জানি না, রক্তের গ্রুপ শুধু রক্তদানে কাজে আসে না—এর সঙ্গে শরীরের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্ক রয়েছে। যেমন: আপনি জানেন কি, রক্তের গ্রুপ অনুযায়ী ব্রেন স্ট্রোকের ঝুঁকিও ভিন্ন হতে পারে?সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, যাদের রক্তের গ্রুপ ‘এ’, তাদের কম বয়সেই স্ট্রোক হওয়ার আশঙ্কা বেশি। অন্যদিকে, ‘ও’ গ্রুপের মানুষের ঝুঁকি সবচেয়ে কম।চলুন সহজভাবে জেনে নিই—কেন এমনটা হয়, আর কীভাবে আপনি সতর্ক থাকতে পারেন।কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি কত?গবেষণা বলছে:অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার- 'এ' গ্রুপ (বিশেষ করে উপগোষ্ঠী A1): ১৮% বেশি ঝুঁকি অল্প বয়সে স্ট্রোকের- 'ও' গ্রুপ: ১২% কম ঝুঁকি অন্যদের তুলনায়এই গবেষণাটি করা হয়েছে ১৭ হাজার স্ট্রোক-আক্রান্ত মানুষের ওপর, যাদের বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। পরে আরও ৬ লাখ মানুষের ওপর বিশ্লেষণ...