০৭ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বেইজিং থেকে এক সরকারি ঘোষণায় জানানো হয়, এই সফরের মাধ্যমে বহু বছর পর দুই দেশের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের কূটনৈতিক সংযোগ পুনর্স্থাপিত হতে যাচ্ছে। এএফপির প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ২০১৯ সালের পর কোনো চীনা নেতার সর্বোচ্চ পর্যায়ের সফর হতে যাচ্ছে এটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী লি ছিয়াং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও সরকারের প্রতিনিধিদল নিয়ে ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পিয়ংইয়ং-এ সরকারি শুভেচ্ছা সফর করবেন। বিবৃতিতে আরো বলা হয়, লি ছিয়াং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। যদিও পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে মাঝে মাঝে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন...