নিজস্ব প্রতিবেদক : আসন্ন নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভার সূচনা বক্তব্য তিনি একথা বলেন। সিইসি বলেন, আমার বয়স ৭৩ বছর। আমার আর চাওয়ার কিছু নেই। আমার জীবনে এটা শেষ সুযোগ হিসেবে নিয়েছি। শেষ সুযোগ দেশের জন্য কিছু করার। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য। নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে নিত্য-নতুন চ্যালেঞ্জ হাজির হচ্ছে। একদিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, অন্যদিকে একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরণের সরকারের অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে হচ্ছে। তিনি আরো বলেন, দেশের এই ক্রন্তিলগ্নে এই নির্বাচনকে আমার জীবনের একটা শেষ সুযোগ হিসেবে...