রংপুরের বাজারে দুদিনের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে কাঁচামরিচের দাম। সেইসঙ্গে দাম কমেছে পোলট্রি মুরগির ডিমের। তবে দাম বেড়েছে অধিকাংশ সবজির। এছাড়া অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস, চাল, ডাল ও তেল। মঙ্গলবার (৭ অক্টোবর) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দুদিন আগে বৃষ্টির অজুহাতে কাঁচামরিচ ৩০০-৩২০ টাকা পর্যন্ত বিক্রি হলেও সোমবার তা অর্ধেকে নেমে ১৬০-১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৪-৪৬ টাকা। পাইকারি বাজারে ৩০ পিস ডিম বিক্রি হচ্ছে ৩১৫ টাকা, যা হালিতে ৪২ টাকা। এছাড়া খুচরা বাজারে পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭২ টাকা। সবজি বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে টমেটো ও গাজর ১৪০-১৬০ টাকা, কাঁকরোল ৬০-৭০ টাকা, ঝিংগা ৭০-৮০ টাকা, মুলার দাম...