স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি লাভ করেছে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি। ২০২৪-২৫ অর্থ বছরের হিসেব অনুযায়ী চিনিকলটি প্রতিষ্ঠাকালের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। সরকারের রাজস্ব খাতে ১৪০ কোটি ও চিনি কারখানার প্রায় সাড়ে ৬২ কোটি টাকা লোকসান পুষিয়েও মুনাফা অর্জন হয়েছে ১২৯ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা। এই হিসেব অনুযায়ী চিনিকলটি প্রতিষ্ঠার ৮৮ বছরের সকল রেকর্ড ভেঙেছে। বিষয়টি নিশ্চিত করে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান জানান, চিনিকলটি প্রতিষ্ঠা হয়েছে ১৯৩৮ সালে। ৮৮ বছর পেরিয়েছে চিনিকলটি। পুরোনো আমলের যন্ত্র দিয়ে কোনোরকমে চালিয়ে নেওয়া হচ্ছে মিলটিকে। চিনি উৎপাদনের সময় মাঝেমধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসব কারণে চিনিখাতে লাভবান হওয়া যায়নি। চিনিতে লোকসান হয়েছে সাড়ে ৬২ কোটি টাকা। মো. রাব্বিক হাসান জানান, এ অর্থবছরে ডিস্টিলারি বিভাগে ফরেন লিকার উৎপাদন হয়েছে...