ঢাকা: সোনম ওয়াংচুক—যিনি এক সময় ভারতের অন্যতম সেরা উদ্ভাবক ও শিক্ষাবিদ হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন, আজ ‘রাষ্ট্রদ্রোহী’ কার্যকলাপের অভিযোগে রাজস্থানের একটি কারাগারে বন্দি। জনপ্রিয় বলিউড সিনেমা থ্রি ইডিয়টস-এর কেন্দ্রীয় চরিত্র ‘ফুংসুখ ওয়াংডু’ বা র্যাঞ্চো তাঁর জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত। লাদাখের সাংবিধানিক অধিকারের দাবিতে তাঁর নেতৃত্বাধীন শান্তিপূর্ণ আন্দোলন সাম্প্রতিক সময়ে সহিংস রূপ নিলে ভারত সরকার তাঁকে আটক করে।১৯৬৬ সালে লাদাখের উলেটোকপো গ্রামে জন্ম সোনম ওয়াংচুক ইঞ্জিনিয়ারিং পাশ করার পর গড়ে তোলেন ‘সেকমল’ নামের এক বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে তথাকথিত ব্যর্থ ছাত্ররাও খুঁজে পায় নতুন সম্ভাবনা। তিনি আবিষ্কার করেন ‘আইস স্টূপা’—এক ধরনের কৃত্রিম হিমবাহ, যা পাহাড়ি অঞ্চলে পানির সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ভারতের সেনাবাহিনীর জন্য সৌরচালিত তাঁবু নির্মাণের পেছনেও তাঁর অবদান রয়েছে।২০১৮ সালে তিনি ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন। কখনো...