রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী, এক কিশোরী ও এক নারীকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজশাহী নগরের উপকণ্ঠ পবা উপজেলার বায়া এলাকায় অবস্থিত সরকারন কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা একটি কক্ষে হিমাগারের দুই কর্মচারীকে আটকে রাখেন। এছাড়া অফিস কক্ষে আহসান উদ্দিন সরকার জিকোসহ আরও কয়েকজনকে আটকে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এদিকে নির্যাতনের শিকার মেডিকেল কলেজের শিক্ষার্থী, ১৩ বছর বয়সী এক কিশোরী ও এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে...