পুরুষদের দাড়ি গজাবেই। আর সেই দাড়ি রাখা বা কামিয়ে ফেলার নানান কারণ থাকতে-ই পারে। কারও দাড়ি ওঠে অল্প কারও ওঠে ঘন; কেউ রাখে চাপ দাড়ি, কেউ বা পুরো দাড়ি। এই দাড়ি রাখার বিষয়ে নানান মতবাদ যেমন রয়েছে, তেমনি দাড়ির স্টাইল ভেদে নারীদের পছন্দের মাপকাঠিও ওঠা-নামা করতে পারে। গবেষণায় দেখা গেছে, নারীরা একটি বিশেষ ধরনের দাড়িতে পুরুষদের প্রতি বেশি আকর্ষণ বোধ করে। ‘ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস’য়ের ‘ইভোলিউশন অ্যান্ড ইকোলজি রিসার্চ সেন্টার’য়ের গবেষকরা প্রায় ৪শ’ জন নারীকে ১০ জন পুরুষের ছবি দেখিয়ে, তাদের মতে সেরা নির্বাচন করতে বলা হয়। ‘ইভোলিউশ অ্যান্ড হিউমেন বিহেইভিয়র’ সাময়িকীতে প্রকাশিত ২০১৩ সালের এই গবেষণার জন্য চার ধরনের মডেলের ছবি দেখানো হয়, যাদের মধ্যে ছিল - ‘ক্লিন শেইভড’, ‘হালকা দাড়ি’, ‘ঘন দাড়ি’ এবং ‘সম্পূর্ণ দাড়ি’। দেখা গেছে...