গাজার অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ ‘কনশেনস’ নামের জাহাজ। গাজামুখী এই নৌবহরে আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। তিনি তাঁর ফেসবুক পোস্টে এই নৌবহরের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন। ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে শহিদুল আলম লিখেছেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর। দুই বছর আগে এই দিনেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলের ওপর আকস্মিক আক্রমণ চালায়। এতে ১ হাজার ১৯৫ জন ইসরায়েলি এবং বিদেশি নাগরিক নিহত হন। যার মধ্যে ৮১৫ জন বেসামরিক নাগরিকও ছিল। এ সময় ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য ইসরায়েলকে বাধ্য করতে। এর পর থেকে শুরু হয় ইসরায়েলি আক্রমণ। এ আক্রমণে এখন পর্যন্ত গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু। এ...