টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছে আফগানিস্তানের। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি। কুড়ি ওভারের তিন ম্যাচে ধবলধোলাইয়ের শোধ পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিতে চায় আফগানরা। সেই লক্ষ্যে ওয়ানডেতে শক্তিশালী দলও দিয়েছে। চোটের কারণে বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সালেম। তার বদলি হিসেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ডেকে নিয়েছে বিলাল সামিরকে। ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কারই পেয়েছেন বিলাল। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামীকাল ওয়ানডে সিরিজ খেলতে নামবে দুই দল। ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতেই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এই সিরিজের জন্য দুদিন আগেই দল দিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর...