০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম গাজা অভিমুখে যাত্রারত আন্তর্জাতিক মানবাধিকার নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন–এর (FFC) অংশ ‘কনশেনস’ জাহাজটি শিগগিরই বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করতে যাচ্ছে। এই জাহাজে রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, জাহাজটি আগামীকাল বুধবার ভোর নাগাদ ‘রেড জোনে’ পৌঁছে যেতে পারে। ‘রেড জোন’ বলতে শহিদুল আলম সেই বিপজ্জনক সমুদ্রসীমাকে বুঝিয়েছেন, যেখানে সম্প্রতি ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নামের আরেকটি মানবাধিকার নৌবহরকে আটকে দেয় এবং তাদের সদস্যদের আটক করে। এই জোনে প্রবেশ মানে কার্যত ইসরায়েলি নৌসীমার কাছাকাছি পৌঁছানো, যেখানে ইসরায়েল অবরুদ্ধ গাজায় ত্রাণ ও সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন দীর্ঘদিন ধরে এই অবরোধ ভেঙে মানবিক সাহায্য ও...