ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকা মারনাস লাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলের। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। চলতি মাসেই ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ১৯ অক্টোবর শুরু হবে সিরিজটি। দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ব্যাট হাতে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় থাকা লাবুশেনকে বাদ দিয়েছে নির্বাচকরা। তার জায়গায় সুযোগ পেয়েছেন ব্যাটার ম্যাট রেনশো। ১৪টি টেস্ট খেলা রেনশোর সামনে এবারই প্রথম ওয়ানডে অভিষেকের সুযোগ তৈরি হয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে নির্বাচকদের নজরে আসেন রেনশো। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ডারউইনে সেঞ্চুরি করার পরই আলোচনায় আসেন তিনি। তিন বা চার নম্বরে...