সম্প্রতি বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে আফগানিস্তান। আগামীকাল থেকে শুরু ওয়ানডে সিরিজ। ওয়ানডেতে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। কিন্তু তার আগেই দুঃসংবাদ পেল আফগান শিবিররা। জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন তরুন পেসার মোহাম্মাদ সালেম। কিন্তু চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ২৩ বছর বয়সী এই তরুন পেসার । যেজন্য আফগানিস্তানের হয়ে আর বাংলাদেশের বিপক্ষে তার নামা হচ্ছে না। ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তার বদলি খেলোয়াড়ের নাম জানিয়ে দিয়েছে। এদিকে তার ইনজুরিতে এক ম্যাচ খেলা বিলাল সামির কপাল খুলতে চলেছে। অবশ্য ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কারই পেয়েছেন বিলাল সামি। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ‘গাজী আমানউল্লাহ খানে’ যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। পুরো টুর্নামেন্টে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রেও তিনি...