০৭ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০২:২২ পিএম যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এখন এক অভূতপূর্ব আইনি ঝড়ের মুখে। গবেষণার জন্য দান করা মৃতদেহ চুরি করে কালোবাজারে বিক্রির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অবহেলা ও দায়িত্বহীনতা নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবারগুলো আদালতের দ্বারস্থ হয়। সোমবার (৬ অক্টোবর) ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন যে, এসব পরিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করতে পারবে। আদালতের মতে, মৃতদেহগুলোর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। ঘটনাটি শুরু হয় ২০২৩ সালে, যখন বিশ্ববিদ্যালয়ের মর্গ বিভাগের সাবেক ব্যবস্থাপক সেড্রিক লজ–এর বিরুদ্ধে ভয়াবহ এক অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি গবেষণার জন্য দান করা মৃতদেহগুলো থেকে অঙ্গপ্রত্যঙ্গ চুরি করে কালোবাজারে বিক্রি করতেন। তদন্তে এসব অভিযোগ সত্য প্রমাণিত হলে লজের বিরুদ্ধে মামলা ও দণ্ডাদেশ দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করে যে,...