সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সৎ মায়ের নির্যাতনে ক্ষুব্ধ হয়ে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উল্লাপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার কয়রা ইউনিয়নের চড়ইমড়ী গ্রামের আবু জাফরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় উল্লাপাড়া রেলস্টেশন থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার সময় হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন সাইফুল। এতে তিনি ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের বড় ভাই শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সৎ মায়ের গালাগালি ও মানসিক নির্যাতনের কারণেই তার ভাই আত্মহত্যা করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্য আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে...