গাজায় অবরোধ ভেঙে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টার সময় আটক হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অধিকারকর্মীদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়া অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, আটক অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে তারা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ জনকে ফেরত পাঠানো হয়েছে। মুক্তি পাওয়া অধিকারকর্মীরা জানিয়েছেন, আটক অবস্থায় তাদের ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে থাকতে বাধ্য করা হয়, মারধর করা হয় এবং তিন দিন পর্যন্ত খাবার দেওয়া হয়নি। অনেকে শৌচাগারের পানি পান করে বেঁচে ছিলেন। গ্রিসে পৌঁছে গ্রেটা থুনবার্গ সাংবাদিকদের বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং সরকারগুলো তাদের ন্যূনতম দায়িত্বও পালন করছে না। তাদের উচিত ইসরায়েলের ওপর প্রকৃত চাপ তৈরি করা এবং সহযোগিতা বন্ধ...